বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি দুই হাজার মানুষ
প্রকাশিত : ১৭:৩৯, ৬ আগস্ট ২০২৩
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ-লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে টানা বৃষ্টিপাত এবং জোয়ারের পানিতে সুন্দরবনসহ বাগেরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত। জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি দুই সহস্রাধিক মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জানান, পশুর, বলেশ্বর, পানগুছি, ভৈরবসহ জেলার প্রায় সকল নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেড়েছে।
পশুর নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি এবং দড়াটানা ও ভৈরবের পানি বিপদসীমার ১০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মোংলা পৌরসভা, মোরেলগঞ্জ পৌরসভা ও বাগেরহাট পৌরসভার কিছু অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে বেশকিছু মাছের ঘেরও। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় পানিবন্দি ৭৫০টি পরিবারের খোঁজ-খবর রাখা হচ্ছে।
এসবি/
আরও পড়ুন